স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে মহান শহীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

291

Published on মার্চ 27, 2016
  • Details Image


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসনে চৌধুরী মায়া বীর বিক্রম, খাদ্যমন্ত্রী আ্যাডভোকেট কামরুল ইসলামসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শরিমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে একে একে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ফুলে ফুলে ভরে ওঠে ধানমন্ডী ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতির বেদী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রীবর্গ, উপদেষ্টাগণ, সংসদ সদস্যরা, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, কূটনীতিকবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত