নতুন দুইটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

710

Published on ফেব্রুয়ারি 29, 2016
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্গঠন সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নিকার নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্র এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে (কুয়াকাটা সমুদ্র সৈকতের নিকটবর্তী) পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

সচিব বলেন, এ ছাড়া বৈঠকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়। ২০১৪ সালের জানুয়ারি থেকে এই পৌরসভার কার্যক্রম শুরু হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত