355
Published on ফেব্রুয়ারি 9, 2016২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ১৯২৬.৯৫ কোটি ডলার, যা আগের একই সময়ে ছিল ১৭৭৯ কোটি ৯৩ লাখ ডলার।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত দেশের রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এই চিত্র তুলে ধরা হয়েছে।
এই সাত মাসে সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে তৈরি পোশাক খাত থেকে; নিট ও ওভেন মিলিয়ে ১৫৭৬ কোটি ডলার। গত বছরের এই সময়ের তুলনায় এই আয় ৯ শতাংশ বেশি।
মাসিক হিসেবে জানুয়ারিতে আগের বছরের তুলনায় ১০.৪ শতাংশ রপ্তানি আয় বেশি হয়েছে। গত মাসে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে ৩১৮ কোটি ডলার।