442
Published on ফেব্রুয়ারি 3, 2016প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কৃষি ও খাদ্যের উন্নয়নে বর্তমান সরকারের অসামান্য সাফল্যের সুবাদে দেশ এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এতে বলা হয়, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে বোর্ড সদস্য নির্বাচিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রতি বিশ্বের আস্থা আরো দৃঢ় হবে।
বিশেষজ্ঞরা আশা করছেন, এই বৈশ্বিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে কৃষিখাতে উন্নয়নে বাংলাদেশ আরো উদ্যোগী হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত সাত বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন ও খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষিজমি হ্রাস পাাওয়া সত্ত্বেও বাংলাদেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে এবং চাল রফতানি শুরু করেছে।
কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির সুবাদে দেশে প্রতিবছর বিপুল সংখ্যক কৃষিভিত্তিক শিল্প স্থাপিত হচ্ছে। খাদ্য উৎপাদন বছরে প্রায় ৪ কোটি টনে পৌঁছানোর কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
গ্রামীণ দারিদ্র্য হ্রাস একটি বিরাট অর্জন এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে আকর্ষণীয় অগ্রগতির জন্য বাংলাদেশ এখন একটি রোল মডেলে পরিণত হয়েছে।