দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

449

Published on ফেব্রুয়ারি 1, 2016
  • Details Image

প্রধানমন্ত্রী সোমবার তাঁর তেজগাঁও কার্যালয়ে নিহত ওই ৫ পুলিশ জওয়ানের পরিবারের সদস্যদের কাছে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

পরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, চেক হস্তান্তরকালে শেখ হাসিনা শোকাহতÍ পরিবারের সদস্যদের অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সান্ত¦না দেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, আইজিপি এ কে এম শহিদুল হক, প্রেস সচিব ইহ্সানুল করিম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি কর্তব্য পালনকালে দুষ্কৃতকারীদের হাতে এই ৫ পুলিশ সদস্য নিহত হয়। এরা হচ্ছেন, সহকারি সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. ইবরাহীম মোল্লাহ, সহকারি টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. সুজাউল ইসলাম, কনস্টেবল মো. মুকুল হোসেন, কনস্টেবল মো. পারভেজ হোসেন ও কনস্টেবল আতিকুল ইসলাম।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত