সন্ত্রাস ও জঙ্গিবাদে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার

378

Published on জানুয়ারি 31, 2016
  • Details Image

তিনি বলেন, ‘আমরা এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমরা বাংলাদেশের মাটি কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহার করতে দেব না।’

ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন রোববার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী এ অঞ্চলের জনগণের উন্নয়ন ও কল্যাণের নিশ্চয়তা বিধানে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

শেখ হাসিনা সম্পর্ক আরো জোরদারে দুই বন্ধুপ্রতিম দেশের নেতাদের অনানুষ্ঠানিক সফরের ওপরও গুরুত্ব আরোপ করেন।

ভারতের লোকসভা ও রাজ্যসভায় নিরঙ্কুশ সমর্থন দিয়ে সর্বসম্মতভাবে ঐতিহাসিক স্থল সীমান্ত বিল পাস করার জন্য প্রধানমন্ত্রী সেদেশের রাজনৈতিক নেতা ও পার্লামেন্ট মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।

জবাবে সুমিত্রা মহাজন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং ভারত সরকারের সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

ভারতের লোকসভার স্পিকার গত জুনে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, তার এই ফলপ্রসূ সফরের পর দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের চমৎকার উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

এ সময়ে ভারতের লোকসভার মহাসচিব অনুপ মিশ্র এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত