657
Published on জানুয়ারি 31, 2016সোমবার মন্ত্রিসভার বৈঠক বাংলাদেশ সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।
পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেস উইং থেকে বলা হয় পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে পৌঁছার পর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হবেন।
পহেলা ফেব্রুয়ারী ১০ শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।