শেখ কামাল ও শেখ জামালের সেনাবাহিনীতে যোগদানের স্মারক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

643

Published on জানুয়ারি 30, 2016
  • Details Image

চট্টগ্রাম সেনানিবাসে ইবিআর সেন্টারে ইবিআর কমান্ডার্স সম্মেলনে সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে স্মারক দুটি গ্রহণ করার সময়ে প্রধানমন্ত্রীর দু’চোখ বেয়ে পানি পড়ছিল।

বঙ্গবন্ধুর বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় নীরব থেকে তাঁর চোখের চশমা খুলে চোখ পরিষ্কার করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শেখ কামাল ১৯৭১ সালে ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগ দেন। শেখ জামাল ১৯৭৫ সালের ২৫ জুলাই ইবিআরএ জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন। শেখ কামাল ও শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালরাতে তাদের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদৎবরণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত