356
Published on জানুয়ারি 10, 2016রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ওই দিন সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে।
শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তিদাস জানান, আগামী ২৮ মার্চ সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।