952
Published on ডিসেম্বর 26, 2015বাসসে প্রকাশিত প্রতিবেদনে তারানা হালিমের বরাত দয়ে বলা হয়, শীর্ষ পর্যায় থেকে সর্ব শেষ পর্যায়ের ব্যবহারকারীদেরকে সুবিধা দিতে চায় সরকার। সরকার দেশের মানুষের জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি বড় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের সাব-এজেন্টদের তালিকা জমা দিয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ছয়টি ভাগে ৪৩৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স ইস্যু করেছে।
বর্তমানে ইন্টারনেট গেটওয়েতে ১০ জিবিপিএস স্ল্যাব থেকে ১ এমবিপিএস ব্যান্ডউইথ’র জন্য ১,০৬৮ টাকার পরিবর্তে ৬২৫ টাকা পরিশোধ করতে হয়। কর্মকর্তারা জানান, ব্যবহারকারীদের জন্য ব্যান্ডউইথের মূল্য আরও কমানো হবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়শনের বাংলাদেশের সাধারণ সম্পাদক এমদাদুল হক ডাটাবেসের প্রণয়নের পদক্ষেপকে স্বাগত জানালেও তিনি এই ডাটাবেস সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি মনোপলি ভাঙ্গতে আর বেশী করে এনটিটিএন লাইসেন্স ইস্যু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।