নির্ধারিত সময়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

282

Published on ডিসেম্বর 15, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রকল্পটির কাজ যথাসময়ে সম্পন্ন করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সকালে গণভবনে রাশিয়ান ফেডারেশনের ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এসভি কিরিয়েনকো সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বাংলাদেশের ভৌগলিক অবস্থানের বিষয় বিবেচনা করে যে কোন ধরণের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে পাবনার রূপপুরে নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কেন্দ্রটির পরিকল্পনা নিরাপদ হতে হবে।

শেখ হাসিনা রোসাটম মহাপরিচালককে বলেন যে, তাঁর সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে ।

তিনি এখাতে বাংলাদেশী বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দিতে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে মাইন উদ্ধারসহ যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে তদানিন্তন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়ান ফেডারেশন) সহায়তার কথা স্মরণ করেন।

শেখ হাসিনা রোসাটমের মহাপরিচালকের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান।

এসভি কিরিয়েনকো প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, সময়সূচি ও পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, বিদ্যুৎ প্রকল্পটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এর বর্জ্য রাশিয়ায় ফিরিয়ে নেয়া হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও ড. গওহর রিজভী, মুখ্য সচিব এম আবুল কালাম আজাদ, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক ও বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদঃ বাসস
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত