344
Published on ডিসেম্বর 13, 2015প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর কার্যালয়ে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু বলেন, বিগত ৫ থেকে ৬ বছরে বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে, যা বিশ্বে বিরল।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, এতে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি নীতি প্রণয়ন করেছে এবং এর আওতায় বিভিন্ন লক্ষ্য নির্ধারিত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, পল্লীর মানুষের অর্থনৈতিক উন্নয়ন খুবই জরুরি এবং এজন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণে গুরুত্ব দেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প স্থাপনেও উৎসাহ প্রদান করা হচ্ছে।
তিনি কৃষি গবেষণায় বাংলাদেশের অগ্রগতির উল্লেখ করে বলেন, এখাতে স্থানীয় বিজ্ঞানীরা খুব ভাল সাফল্য অর্জন করেছেন। তাদের নতুন উদ্ভাবন বর্ধিত খাদ্য উৎপাদনে সহায়তা এবং উৎপাদন আরো বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, ড. মশিউর রহমান, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ইআরডি’র সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।