শেখ হাসিনা এক শীর্ষস্থানীয় বিশ্বনেতা: ফরেন পলিসি ম্যাগাজিন

391

Published on ডিসেম্বর 2, 2015
  • Details Image

আর তাঁকে ‘সিদ্ধান্ত প্রণেতা’ বিভাগে সেরা ১৩ জনের মধ্যে অভিষিক্ত করেছেন তারা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাঁর অভাবনীয় অবদানের প্রেক্ষিতেই তাকে অন্যতম শীর্ষ বৈশ্বিক নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।

ম্যাগাজিনটির ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বলা আছে যে, মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশগত নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন, আর সেই কারণে তিনি জাতিসংঘের সবচে’ গৌরবোজ্জ্বল পুরষ্কার ইউএনইপি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারেও ভূষিত হয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ সীমিত সত্ত্বেও এটা সম্ভব হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কার্বন নিস:রণকারি দেশগুলোর অন্যতম (বিশ্বের মোট কার্বন নিস:রণের মাত্র ০.৩%)

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম জলবায়ু পরিবর্তনে কৌশল প্রণয়ন করেছে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার ব্যাপারে নিয়মিতভাবেই তাগিদ দিয়ে আসছে। বাংলাদেশের সৌরশক্তি ব্যবহারের বর্তমান অবস্থা, বিশেষত লক্ষ লক্ষ সোলার হোম সিস্টেম ব্যবহার, সেখানে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। বার্ষিক বাজেটের ৬-৭% জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের খাতে বিনিয়োগ করার ব্যাপারটিও উল্লেখ করা হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত