নয় লক্ষ শিক্ষককে প্রশিক্ষন দিয়েছে সরকারঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

350

Published on নভেম্বর 16, 2015
  • Details Image

রবিবার সংসদে সরকারি দলের সদস্য কাজী কেরামত আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর মাধ্যমে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপর ২০০৯-২০১৩ সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার ৪ লাখ ৫৩ হাজার ৮৬৩ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৩ হাজার ৬৫৯ জন শিক্ষককে স্কুল বেজ অ্যাসেসমেন্ট এবং পারফরমেন্স বেজ ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের মাধ্যমে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের বিভিন্ন মেয়াদে আরো ৫ লাখ ৪৩ হাজার ৭৮৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, দেশে সংখ্যালঘু ও পিছিয়ে পড়াদের উন্নততর শিক্ষা প্রদানের জন্য রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলায় প্রাথমিকভাবে ২ হাজার ১৪২ জনকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সরকারি বিদ্যালয়ের ১৪ হাজার ৫৩৪ জন শিক্ষককে বিএড ডিগ্রি গ্রহণের জন্য অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১৩-২০১৫ অর্থবছর পর্যন্ত দেশের সরকারি ও ৫০টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মোট ১ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন শিক্ষার্থীকে মাসিক ৮শ’ টাকা হারে সর্বমোট ১৫০ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা বৃত্তি/আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত