364
Published on নভেম্বর 14, 2015এডিবি’র সফররত ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত কালে এ আশ্বাস দেন।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
এডিবি’র ভাইস প্রেসিডেন্ট বলেন, এডিবি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে নিয়ে আন্তঃআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আওতায় পারস্পরিক সংযুক্ত উপ-আঞ্চলিক পাওয়ার গ্রিড ব্যবস্থায় সহযোগিতা করতে চায়।
তিনি বলেন, এছাড়াও আমরা বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং বাণিজ্য সুবিধা বাড়াতে এই অঞ্চলে ট্রানজিট-ট্রানশিপমেন্টের অবকাঠামো উন্নয়নে সাহায্য বৃদ্ধি করতে চাই।’
ওয়েনচাই ঝাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ভূয়সী প্রশংসা এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবসময় সমর্থন করার জন্য এডিবি ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, কৃষি জমি রক্ষার লক্ষ্যে তাঁর সরকার গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে, পাশাপাশি সরকার ধনী-গরিবের বৈষম্য কমানোর জন্য কাজ করছে।
কৃষি প্রক্রিয়াজাতকরণ খাত সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা শাক-সবজি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও পোল্ট্রি খাতেও সম্পৃক্ত হতে পারে, যা তাদের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করবে।
বেসরকারি খাতের উদ্যোক্তাদের জন্য তাঁর সরকারের উন্মুক্ত বিনিয়োগ নীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিযোগাযোগ এবং টেলিভিশনসহ বিভিন্ন খাতে তারা সাবলীলভাবে ব্যবসা করছে।
তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য সরকার জমি বরাদ্দ দিচ্ছে যেখানে বিনিয়োগকারীরা তাদের কলকারখানা নির্মাণ করতে পারবেন।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ এবং সিনিয়র ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।