383
Published on নভেম্বর 12, 2015শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সহিংস রাজনীতির উল্লেখ করে বলেন, তিনি এবং তার ছেলে ধ্বংসাত্মক ও সন্ত্রাসের রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকলে বাংলাদেশ ২০২১ সালের আগেই মধ্য আয়ের দেশ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এখানে এক জনসমাবেশে ভাষণ প্রদানকালে এ কথা বলেন।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশকে আর কেউ পিছে ঠেলে দিতে পারবে না। তিনি বলেন, আমরা ক্ষমতায় এসে দেশকে উন্নত ও সমৃদ্ধ ও জনগণের কল্যাণে কাজ করেছি।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বগুড়ার উন্নয়নকে পৃথকভাবে দেখছে না। বগুড়া দেশের একটি অংশ এবং দেশের অন্যান্য এলাকার ন্যায় বগুড়ার উন্নয়ন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়া সফর উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আলতাফুন্নেসা খেলার মাঠে এই জনসমাবেশের আয়োজন করা হয়। জনসমাবেশটি একটি জনসমুদ্রে পরিণত হয়। আশপাশের সড়কগুলো ছিলো জনতার ভিড়ে ঠাসা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত্ এই জনসমাবেশে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সিদ্দিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং খালিদ মাহমুদ চৌধুরী, পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান এমপি ও আব্দুল মান্নান এমপি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে কখনো বঞ্চিত হয়নি। আওয়ামী লীগ যখনি ক্ষমতায় এসেছে, তখনি জনগণ কিছু না কিছু পেয়েছে। দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে কখনোই বঞ্চিত হয়নি।
শেখ হাসিনা বলেন, উত্তরাঞ্চল একসময় খুবই অবহেলিত ছিলো। একসময় এই অঞ্চল মঙ্গার অঞ্চল হিসেবে পরিচিত ছিলো। গত সাত বছরে এলাকায় কোনো মঙ্গা নেই। আওয়ামী লীগ সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বিনামূল্যে দরিদ্র লোকদের মধ্যে খাদ্য বিতরণ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে খাদ্য নিরাপত্তা দিয়ে মঙ্গাকে বিদায় জানিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে দেশে সকল নাশকতামূলক কর্মকা-ের পেছনে খালেদা ও তার পুত্র তারেক জিয়ার হাত রয়েছে। তারেক জিয়া গত তত্ত্বাবধায়ক সরকারের কাছে আর কখনও রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করে।
তিনি বলেন, তার মা রাজনীতির নামে শত শত নিরীহ মানুষকে হত্যার পর এখন তার সঙ্গে যোগ দিয়েছে। তারা এখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিদেশীদের হত্যা করছে। এর মাধ্যমে তারা আবার বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্রের পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে।
শেখ হাসিনা বলেন, দেশের জনগণ কখনও বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেবে না। তারা সন্ত্রাসে বিশ্বাস করে না। সকল ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে থাকবে।
যেকোন চক্রান্তের ব্যাপারে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, তাই বাংলাদেশের জনগণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে না। কারা বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করতে চায় সে ব্যাপারে জনগণ সচেতন রয়েছে।
বগুড়ায় গত কয়েক বছর ধরে বিএনপি কর্মীদের সন্ত্রাসী কর্মকা-ের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা আগুন দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সভাপতির পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার অপচেষ্টা চালিয়েছে। প্রতিবেশীরা ওই নেতাসহ পরিবারটিকে ওপর তলা থেকে নামিয়ে এনে রক্ষা করেছে।
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের সাধারণ নির্বাচন বানচালের নামে বিএনপি ৩৪ দিন হরতাল ডেকেছে। তারা জনগণকে পুড়িয়ে হত্যা করেছে এবং মসজিদ, স্কুল ও পবিত্র কোরআনে আগুন দিয়েছে। এ সময় তারা নির্বাচন কর্মকর্তাসহ ২৬ ব্যক্তিকে হত্যা করেছে। হত্যা ও চক্রান্তের রাজনীতি ছাড়া বিএনপি জনগণকে কিছুই দিতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে পারেনি। কারণ, বিএনপির হুমকিকে অপেক্ষা করে জনগণ সাহসের সঙ্গে ভোট কেন্দ্রে গিয়েছে। তিনি বলেন, একজন রাজনৈতিক নেতা যদি ভুল সিদ্ধান্ত নেয় সে জন্য তার দলকে ভুগতে হয়।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নির্বাচন বর্জন ছিল খালেদা জিয়ার একটি ভুল সিদ্ধান্ত। তবে নির্বাচন বানচালের নামে তিনি ও তার ছেলে যে অপরাধ করেছেন সে জন্য জনগণের কাছে চিরকাল খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।
শেখ হাসিনা আরো বলেন, তাঁর সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কারণ, শিক্ষিত নেতৃত্ব ছাড়া দেশ উন্নত হতে পারে না। অশিক্ষিত ও অযোগ্য নেতৃত্ব সম্পর্কে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁর সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিটি মানুষের আয় বেড়েছে। নিজস্ব কর্মসংস্থানে যুবক-যুবতী ও মহিলারা সরকারের সমর্থন পাচ্ছে। প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ শাসন আমলে দেশ ডিজিটাল প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। আওয়ামী লীগের নীতি জনগণকে আধুনিক প্রযুক্তি, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য সেবা পেতে সহায়তা করেছে।
বগুড়ার উন্নয়নে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার প্রথমবারের মতো বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রকল্প গ্রহণ করে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০১ সালে প্রকল্পটি বন্ধ করে দেয়। এ বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ পুনরায় শুরু করা হবে বলে তিনি বগুড়ার জনগণকে আশ্বাস দেন।
তিনি বলেন, সান্তাহারে একটি আধুনিক সাইলো নির্মাণ করা হয়েছে। কর্মসংস্থান এবং বগুড়ার অর্থনৈতিক উন্নয়নে এ অঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিটি গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনগণের জন্য ফ্ল্যাট নির্মাণে তাঁর সরকার ‘পল্লী জনপদ’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। পর্যায়ক্রমে সারাদেশে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।