বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ডাচ রাণী

315

Published on নভেম্বর 6, 2015
  • Details Image

বুধবার সন্ধ্যায় এখানে রাজকীয় প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাত করতে গেলে রাণী এ প্রশংসা ব্যক্ত করেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, ডাচ রাণী অর্থনীতিতে বাংলাদেশের চমৎকার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ ক্ষেত্রে এই ধরণের সাফল্য কি ভাবে অর্জিত হয়েছে তা জানার বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব কৃতিত্ব জনগণের। কারণ, তারা সহিষ্ণু ও কঠোর পরিশ্রমী।

উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা রানী ম্যাক্সিমা এ সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন যে, তিনি বাংলাদেশের অভিজ্ঞতার ভিত্তিতে দারিদ্র্য বিমোচনের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিষয়ে একটি আন্তর্জাতিক অভিযোজনমূলক কৌশল প্রণয়ন করতে যাচ্ছেন।

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত