452
Published on অক্টোবর 21, 2015প্রথম গ্রাহক হিসেবে বায়োমেট্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকে সিম নিবন্ধনের মাধ্যমে সজীব ওয়াজেদ এই পদ্ধতির উদ্বোধন করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমদ সজিব ওয়াজেদ জয়ের কাছে সিম হস্থান্তর করেন।
মাননীয় উপদেষ্টা বলেন, মোবাইল সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়। এ কারণে আমি গৌরববোধ করছি।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের কিছু একটা করার স্বপ্ন ও বাসনা আমার রয়েছে। আমি কেবল মাত্র উপদেশ দেই, আপনারা সেটি বাস্তবায়ন করেন। এতে কৃতিত্ব আপনাদেরই।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেন, এই প্রক্রিয়ায় আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। সকল মোবাইল কোম্পানী নিজ নিজ সকল বিক্রয় কেন্দ্রে এ পদ্ধতি চালু করবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সজীব ওয়াজেদ এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে সম্প্রতি বাংলাদেশ আইটিইউ পুরস্কার অর্জন করেছে।
আঙ্গুলের ছাপ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধনের পর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এই প্রকল্পে বাস্তবায়ন নিয়ে এক বৈঠকে অংশ নেন। এতে সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।