425
Published on অক্টোবর 18, 2015দোয়া মাহফিলে শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
এছাড়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও আমিনুল ইসলাম আমীন এবং শেখ মারুফ, শেখ জুয়েল, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা দোয়া মাহফিলে যোগ দেন।
পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাতও কামনা করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানার জন্যও দোয়া করেন।
সোবহানবাগ মসজিদের ইমাম মাওলানা লিয়াকত হোসেন মোনাজাত পরিচালনা করেন।
শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রুদের বর্বরোচিত হত্যাকান্ডে বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শেখ রাসেলও শাহাদাৎ বরণ করেন।