ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণের উন্নয়নে নিয়োজিত রয়েছে আওয়ামী লীগঃ সজীব ওয়াজেদ

394

Published on অক্টোবর 18, 2015
  • Details Image

তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘আমরা সরকারের বিভিন্ন কার্যক্রম ডিজিটাইজড করেছি। দেশের প্রত্যেক ইউনিয়নে ডিজিটাল কেন্দ্র স্থাপন, বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার ক্লাস রুম চালু এবং পাঠ্যপুস্তক ডিজিটাইজড করা হয়েছে। এ সবই হচ্ছে দেশের মানুষকে সেবাদানে আমাদের প্রয়াসের অংশ।’

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ আজ ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে (বিসিসি) এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ যখন আমি ভারতের ব্যাঙ্গালোরে ব্যাচেলর ডিগ্রির জন্য লেখাপড়া করছিলাম, সে সময় সেখানে আইটি শিল্প প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়। প্রথমে স্থানীয় কিছু উদ্যোক্তার পাশাপাশি বিদেশী কয়েকটি কোম্পানীও এগিয়ে আসে। ওই ছোট পরিসরের যাত্রা থেকে ব্যাঙ্গালোরে এখন আউট সোর্সিংয়ের সর্ববৃহৎ নগরীতে পরিণত হয়েছে।’

‘ওই সময় থেকে আমার বাংলাদেশে এ ধরনের কিছু করার স্বপ্ন ছিলো। যদি তারা এটি করতে পারে, তবে আমরা তা পারবো না কেনো ? এটি আমার জন্য খুবই আনন্দের সময় যে, আজ আমি এখানে বাংলাদেশে প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করছি’ গর্বিত কন্ঠে এ কথা বলেন সজীব ওয়াজেদ।

তার নিজের জীবন সংগ্রাম সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, সর্বপ্রথমে আমি সিলিকন ভ্যালিতে কাজ শুরু করি। কিন্তু প্রথম যাত্রায় ব্যর্থ হই। কিন্তু আমি এতে থেমে যাইনি। আবারো শুরু করি এবং এগিয়ে যাই।

তিনি বলেন, আমি অলস বসে থাকতে পারি না। আমি দু’টি কোম্পানি করেছি। একটি বেশ ভাল চলছে এবং অপরটি খুবই ভাল অবস্থায় রয়েছে।

জুনাইদ আহমেদ পলক তার বক্তৃতায় প্রথমে শেখ রাসেলের স্মৃতিচারণ করেন। আজ শেখ রাসেলের ৫২তম জন্মদিন। পলক ৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাযজ্ঞে শাহাদতবরণকারী শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করেন।

আইসিটি প্রতিমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ’ কনসেপ্টকে সজীব ওয়াজেদের উদ্ভাবন হিসেবে অভিহিত করে বলেন, তার নেতৃত্বে এ দেশের যুব সমাজ এ স্বপ্ন বাস্তবায়ন করবে।

তিনি বলেন, সজীব ওয়াজেদের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কারওয়ান বাজারের জনতা টাওয়ার আইসিটি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দিয়েছেন। এখানেই সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এ পার্কে প্রথম ৪ কোম্পানির কাছে তাদের জন্য স্থান বরাদ্দের স্বত্ত্ব তুলে দেন। তিনি অনুষ্ঠানে ‘কানেকটিং স্টার্ট আপস বাংলাদেশ’ নামে এক প্রতিযোগিতাও চালু করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত