349
Published on অক্টোবর 12, 2015প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে বায়ু হতে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও ব্যবহারকে আমরা উৎসাহিত করি।
বিদ্যুৎ বিভাগ (Power Division) ও ভেস্তাস এশিয়া-প্যাসিফিক উইন্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড ( Vestas Asia-Pacific Wind Technology Pvt. Limited) এর মধ্যে স্বাক্ষরিত এ স্মারক অনুযায়ি ভেস্তাস পটুয়াখালী জেলার দুটি স্থানে Wind Resource Assessment(WRA) পরিচালনা করে ১ বৎসরের মধ্যে প্রতিবেদন প্রদান করবে। সমঝোতা স্মারকটি বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব মোহাম্মদ আলাউদ্দিন ও ভেস্তাসের পক্ষে ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাভীন রাঘভান বালাচন্দন স্বাক্ষর করেন।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাওয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কে.এম. হাসান বক্তব্য রাখেন।