423
Published on অক্টোবর 6, 2015আজ রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের বৈঠক শেষে বোর্ডের সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ৮ অক্টোবর গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত আজকের বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদীয় বোর্ড আজ ১৯ জন দলীয় প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে ১১ অক্টোবর। যাচাই-বাছাই হবে ১৩ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২১ অক্টোবর।
গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।