389
Published on সেপ্টেম্বর 29, 2015প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় এখানে জাতিসংঘ সদর দফতরে নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে এক বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন।
জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন সংক্রান্ত ব্যাপক ভিত্তিক অর্থায়ন বিষয়ক স্পেশাল এডভোকেট রাণী ম্যাক্সিমা এই অর্থায়ন কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।
রাণী বলেন, তিনি ব্যাপক ভিত্তিক অর্থায়ন কর্মসূচি সংক্রান্ত একটি কৌশল চালু করতে যাচ্ছেন এবং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি চান।
শেখ হাসিনা বৈঠককালে খাদ্য নিরাপত্তা, স্কুলের পাঠ্য বই বিতরণ, ইন্টারনেট সংযোগ এবং সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে রাণীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী নদী ড্রেজিং ও জলবায়ু সহিষ্ণুতা সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে রাণীর সহায়তা কামনা করেন।
শেখ হাসিনা বলেন, নেদারল্যান্ডস ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে পারে।
জবাবে রাণী বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য নেদারল্যান্ডস আরো কর্মসূচি গ্রহণ করবে।