প্রতিটি মানুষের মনে 'শান্তির সংস্কৃতি' জাগিয়ে তুলতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

1097

Published on সেপ্টেম্বর 20, 2015
  • Details Image

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে আমাদের অবদান অব্যাহত রাখতে, যেকোন মূল্যে সন্ত্রাস ও চরমপন্থাকে পরাজিত করতে এবং প্রতিটি মানুষের মনে ‘শান্তির সংস্কৃতি’ প্রবেশ করিয়ে দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রয়েছি।

বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সনদের নীতি ও মূল্যবোধকে সম্মুন্নত রাখার মাধ্যমে একটি ন্যায়সংগত এবং শান্তিপূর্ণ বিশ্ব গঠনে সকল আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাংলাদেশের সংগ্রাম ন্যায় ও শান্তির জন্য সার্বজনীন সংগ্রামের প্রতীকস্বরূপ। সুতরাং বাংলাদেশ শুরু থেকে বিশ্বের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক।’

শেখ হাসিনা বলেন, এটি সত্যিই হতাশাজনক বিষয় যে বিশ্বের বিভিন্ন অংশে লাখ লাখ নিরীহ মানুষ দীর্ঘস্থায়ী সংঘাতের শিকার হয়ে আছে। তাদের মৌলিক মানবিক মর্যাদা পদদলিত হয়ে রয়েছে।

তিনি বলেন, একটি নতুন ‘পার্টনারশীপ ফর পিস- ডিগনিটি ফর অল’ গড়ে তোলা প্রয়োজন, যেখানে সবকিছুর ওপরে মানুষের মর্যাদা সম্মুন্নত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা একটি শান্তিপূর্ণ, সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গঠনে এবং সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত