দেশের জনগনকে রক্ষায় কারও দিকে তাকিয়ে নেই বাংলাদেশঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

421

Published on সেপ্টেম্বর 19, 2015
  • Details Image

শেখ হাসিনা বলেন, আমরা টিকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছি। আমরা প্যারিসে আসন্ন জলবায়ু চুক্তি এবং এই চুক্তি বাস্তবায়ন দেখার অপেক্ষায় রয়েছি।

তবে বাংলাদেশ নিজেদের রক্ষায় বিশ্বের অপেক্ষায় বসে থাকবে না। আমরা আমাদের সীমিত সম্পদ ও প্রযুক্তি নিয়েই ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী হাফিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে একথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর নিবন্ধে বলেন, বিশ্ব আমার দেশের টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা গ্রহণ করবে। এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমরা হুমকির মুখে আছি।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি ১ হাজার ২শ’ ১৮ জন। যদিও আমরা মিলোনিয়াম লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সফল হয়েছি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক জলোচ্ছাস এবং অতিবর্ষণে কৃষি উৎপাদন, শিল্প উন্নয়ন ও সামাজিক অবকাঠামোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, এতে লাখ লাখ উদ্ভাস্তুর সৃষ্টি হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান অবহেলিত। এ সকল কারণে জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। এতে সমুদ্র সীমায় জলসীমা বেড়ে যেয়ে দেশের এক পঞ্চমাংশ তলিয়ে যাবে। প্রায় তিন কোটি লোক গৃহহারা হয়ে যাবে। বিপুলসংখ্যক লোক নগরীতে আশ্রয় নেবে। এতে নগর জীবনে বিরূপ প্রভাব পড়বে। খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও মৌলিক অবকাঠামো সংকট দেখা দেবে।

তিনি বলেন, এ জন্য আমরা ২০১১ সালে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশের উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বন্য ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য সংবিধান সংশোধন করেছি। দেশের বনভূমি সংরক্ষণের জন্য ২০০৯ সালের পর থেকে কমপক্ষে আটটি নতুন আইন প্রণয়ন অথবা সংশোধন করেছি।

প্রধানমন্ত্রী নিবন্ধে বলেন, দেশে মোট বনভূমির পরিমাণ ২০১৪.১৫ সালে ১৭.০৮ শতাংশে উন্নীত হয়েছে। ২০০৫-০৬ সালে এর পরিমাণ ছিল ৭ থেকে ৮ শতাংশ। সরকারের বনায়ন কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণের ফলে বনায়ন বেড়েছে। নগর ও পল্লী অঞ্চলের প্রতিটি খালি জায়গায় গাছ লাগানো হয়েছে। বর্তমানে প্রতিবছরে ১২০ মিলয়নের বেশি গাছের চারা বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ছিল প্রথম উন্নয়নশীল দেশ। তিনি বলেন, ২০০৯-২০১০ সাল থেকে ২০১৪-২০১৫ সাল পর্যন্ত সরকার আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে ৩৩.৩০ বিলিয়ন টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, আমাদের সকল কর্মকান্ডের লক্ষ্য হচ্ছে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করা।

তিনি বলেন, বহু উদাহরণ রয়েছে যেখানে নীতিগত কাঠামোর আওতায় সরকার সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আমরা অফগ্রিড এলাকায় প্রায় চল্লিশ লাখ সৌর প্যানেল স্থাপন করেছি এবং বসতবাড়ির বায়ু দূষণ হ্রাসে ১৫ লাখ উন্নত চুলা বসিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর সংলগ্ন দেশের দক্ষিণাঞ্চলকে ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষার উদ্দেশ্যে সরকার উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প শুরু করেছে।

‘উপকূলে বনাঞ্চল, বিশেষত ম্যানগ্রোব বনাঞ্চল থাকায় তা একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। বেষ্টনী সম্প্রসারণ করায় ২০০৯ সালে হারিকেন আইলায় এবং ২০১৩ সালে মহাসেনের আঘাতেও মোট মৃতের সংখ্যা ২০০ (দুইশ’)-এর মধ্যে ছিল অথচ ১৯৯১ সালের একটি ঘূর্ণিঝড়েই ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারায়।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ গত ছয় বছরে খাদ্য উৎপাদনেও লক্ষণীয় অগ্রগতি লাভ করেছে এবং খাদ্য আমদানিকারক রাষ্ট্র থেকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনে সহনশীল এবং কম উর্বর জমিতে উৎপাদন সক্ষম দুইশত প্রজাতির শস্যের মানোন্নয়ন করেছে। ২০০৮-০৯ সালে ধানের উৎপাদন ৩৩ দশমিক ৩০ মিলিয়ন মেট্রিক টন ছিল। ২০১৩-১৪ সালে তা ৩৮ দশমিক ৩৪ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হয়।’

তিনি বলেন, এসব সত্ত্বেও জলবায়ু পরিবর্তন লাখ লাখ মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলছে। ‘এ বছর আমরা গড়ে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে দেখেছি, যাতে দেশের বিস্তীর্ণ অঞ্চল ও ফসল পানিতে তলিয়ে গেছে। জলবায়ু পরিবর্তন আমাদের প্রধান ধান (বোরো) এবং গমের উৎপাদন হুমকির মুখে পড়েছে। গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দুই থেকে তিন শতাংশ গড় দেশজ উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা এটা একা করতে পারি না। যে কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশগুলোর পাশে দাঁড়ানো।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের ‘এডাপটেশন’ ও ‘মিটিগেশন’র মধ্যে সমন্বয় করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্মেলনে কার্বন নির্গমন হ্রাসে এবং ‘ডি-কার্বনাইজেশন’-এর বিষয়ে বিশ্বকে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, সমন্বয়ের জন্য যথাযথ ও যথার্থ অর্থায়ন প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে এবং আমরা জলবায়ু সংশ্লিষ্ট অভিজ্ঞতা বাকি বিশ্বের সাথে বিনিময় করতে প্রস্তুত আছি।

তিনি বলেন, ‘জাতিসংঘ পরিবেশ কার্যক্রম এ বছর ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করছে, আমি আশা করি বাংলাদেশের কার্যক্রমের প্রতি দৃষ্টি দিবে, যাতে এটাই দৃশ্যমান হবে যে আমরা ভিন্ন কিছু করতে পারি এবং এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের সম্পদ বিনিয়োগে উৎসাহিত করবে।’

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত