প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শেখ কামালের সেতার হস্তান্তর

405

Published on সেপ্টেম্বর 18, 2015
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বন্ধু কাজী সালাহউদ্দিন বাচ্চুর কাছ থেকে আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতারটি গ্রহণ করেন।

বাচ্চুর বাবা বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠজন কাজী আবু নাসের সেতারটি শেখ কামালকে দিয়েছিলেন। পরে শেখ কামাল ভারত থেকে মেরামত করে আনার জন্য সেতারটি বাচ্চুকে দিয়েছিলেন। কিন্তু এর মধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডে শেখ কামাল শহীদ হন।

পরে সেতারটি বাচ্চুর ঢাকার তেজকুনি পাড়ার বাসভবনে সংরক্ষিত থাকে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রদর্শনের জন্য ৪০ বছর পর বাচ্চু আজ সেতারটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় বাচ্চুর ভাই কাজী মইনুদ্দিন রাজ এবং শিল্পী কুহু উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত