511
Published on সেপ্টেম্বর 14, 2015প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নিকারের ১১০তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেইন ভুইয়া বলেন, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হবে। এই বিভাগের ১০ হাজার ৫৮৪ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে লোকসংখ্যা হবে প্রায় ১ কোটি ১৩ লাখ ১০ হাজার।
নিকারের সভায় পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা গঠন, কুমিল্লার হোমনা পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং কুমিল্লার মুরাদপুর উপজেলার বাঙ্গুরা বাজার থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়।
এ বছরের জানুয়ারিতে মন্ত্রিসভা ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের নীতিগত অনুমোদন দেয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলামকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে।
ওই কমিটি সরকারের কাছে ৫ দফা সুপারিশ পেশ করে এবং এ ময়মনসিংহ বিভাগ এই কমিটির সুপারিশের ভিত্তিতে গঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বিভাগীয় কমিশনার অফিস ও পুলিশের রেঞ্জ ডিআইজি অফিস নিয়ে বিভাগের কার্যক্রম শুরু হবে।
পরবর্তীতে অন্যান্য সকল বিভাগীয় অফিস নির্মাণ করা হবে।