354
Published on সেপ্টেম্বর 9, 2015বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।এ সময় তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দেশের ভেতরে জ্বালাও পোড়াও করে হয়তো অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করা সম্ভব, কিন্তু অগ্রগতি থামানো যাবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবার বিশ্বের ১২২টি দেশকে জিএসপি সুবিধা দিয়েছে, কিন্তু বাংলাদেশকে দেয়নি। বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক ব্যতীত অন্যান্য পণ্য জিএসপি সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার ছিল।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকৃত পণ্যের ৯০ শতাংশের বেশি হলো টেক্সটাইল ও অ্যাপারেল পণ্য। এ দেশে তৈরি পোশাক ও চিংড়ি খাত এবং ইপিজেডভুক্ত শিল্প কারখানায় শ্রমিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ করে গত ২৭ জুন ২০১৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা স্থগিত করে।
জিএসপি সুবিধা স্থগিতের পরেও বাংলাদেশ থেমে থাকেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ভেতরে থাকা ঘরের শত্রু বিভীষণদের বিরোধিতার কারণে জিএসপি সুবিধা স্থগিত হয়েছে, এটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশ নতুন নতুন বাজার খুঁজে পাচ্ছে, রফতানিও করে যাচ্ছে। হয়তো আমরা আরো অনেক বেশি ভালো করতাম। কিন্তু জিএসপি বন্ধ করে আমাদের থামিয়ে রাখতে পারেনি। আমাদের বিনিয়োগ ও রফতানি বৃদ্ধি পেয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। কেউ এই অগ্রযাত্রা রুখতে পারবে না।
কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এদের বিচারের ভার এদেশের জনগণের। দেশের মানুষই এদের বিচার করবে। তবে আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, রায়ও কার্যকর হচ্ছে। এই বিচারের সময় অনেক বড় বড় হোমড়া চোমড়ারাও ফোন করেছেন, যেন রায় কার্যকর না হয়। অনেক ভালো কাজে ফোন না পেলেও এই কাজে ফোন পেয়েছি। মানবতাবিরোধীদের বিচার চলছে, চলবে। এই বিচার কেউ ঠেকাতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতসহ কিছু অপশক্তি ব্যক্তিস্বার্থে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, হচ্ছে। শুধু খুনি-যুদ্ধাপরাধীই নয়, এসব ষড়যন্ত্রকারীদেরও বিচার একদিন বাংলার মাটিতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কেউ দেশের মানুষের ক্ষতি করতে পারবে না। আমি জীবনের পরোয়া করি না। জীবন বাজি রেখে মানুষের কল্যাণে রাজনীতি করছি বলেই দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।