১২ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

334

Published on সেপ্টেম্বর 6, 2015
  • Details Image

তিনি বলেন, ২০২১ সাল নাগাদ দেশের সকল মানুষের নিকট বিদ্যুৎ সুবিধা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।এই সময়ে উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীতকরণের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংসদে সরকারি দলের মোঃ শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে বিদ্যুৎ সমস্যা দূরীকরণের লক্ষ্যে গ্যাস, তরল ও নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি আমদানিকৃত কয়লাভিত্তিক বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সরকারি খাতে ৪ হাজার ৩৬৫ মেগাওয়াট ক্ষমতার ১৫টি এবং বেসরকারি খাতে ১ হাজার ৯১২ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৬ হাজার ২৭৭ মেগাওয়াট ক্ষমতার ২৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি খাতে ৪ হাজার ৪১৮ মেগাওয়াট ক্ষমতা ৯টি এবং বেসরকারি খাতে ৩ হাজার ১৮৩ মেগাওয়াট ক্ষমতার ১২টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৭ হাজার ৬০১ মেগাওয়াট ক্ষমতার ২১টি বিদ্যুৎ কেন্দ্র দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে, যা প্রক্রিয়াকরণ শেষে ধারাবাহিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, সরকারি খাতে ৪ হাজার ৬৮৫ মেগাওয়াট ক্ষমতার ৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।

তিনি বলেন, এছাড়াও পরিকল্পনার অংশ হিসেবে পরমাণু শক্তি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রাথমিক কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ আমদানি সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত