শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

322

Published on আগস্ট 19, 2015
  • Details Image

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিআইপি ফ্লাইট বুধবার স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাসস জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসাইন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সেক্রেটারি এহসানুল করিম প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল ৬টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি অন্ত্যেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাজধানীতে রাষ্ট্রপতি ভবনে যাবেন।

পরে তিনি হোটেল তাজ প্যালেসে যাবেন, সেখানে তিনি নয়াদিল্লীতে সংক্ষিপ্ত সফরকালে অবস্থান করবেন।

শেখ হাসিনা স্থানীয় সময় বেলা তিনটায় ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করবেন।

শুভ্রা মুখার্জী ৭৪ বছর বয়সে গতকাল সকালে নয়াদিল্লীর একটি হাসপাতালে পরলোকগমন করেন।

গতকাল ভারতের রাষ্ট্রপতির সচিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফার্স্টলেডি শ্রীমতি শুভ্রা মুখার্জি পরলোকগমন করেছেন।

শুভ্রা মুখার্জি শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং প্রায় পক্ষকাল আগে হৃদরোগে আক্রান্ত হন। তিনি দিল্লীতে আর্মি (রিসার্চ এন্ড রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত