425
Published on আগস্ট 17, 2015ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ কথা বলেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর ক্যাবিনেট কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে তাকে এ খবর জানান এবং তার হাতে আইটিইউয়ের অনুরোধপত্র তুলে দেন।
এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর নিউইর্য়কে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এ পুরস্কার প্রদান করা হবে।
অনুরোধপত্রে আইটিইউ সেক্রেটারি জেনারেল বলেন, টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।