514
Published on আগস্ট 11, 2015প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের আরো উন্নয়নে অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগাতে বাণিজ্য, বিনিয়োগ ও চেম্বার প্রতিনিধি বিনিময়ের মতো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ তাঁর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ ভবন কার্যালয়ে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত দারজাবাবডাজ কুয়েত সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
উভয় দেশের জনগণের মধ্যকার সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়া দু’দেশের স্বার্থে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা স্থাপন করা প্রয়োজন।
তিনি দু’দেশের সম্পর্ক জোরদারে বাংলাদেশ থেকে বিশ্বমানের বিভিন্ন পণ্য আমদানি করতে স্লোভেনিয়া সরকারের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন সিরামিক, তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের মতো বিশ্বমানের বিভিন্ন সামগ্রী প্রস্তুত করছে। স্লোভেনিয়ার ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারে। বিভিন্ন আর্থ-সামাজিক খাতে সরকারের ব্যাপক সাফল্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলশ্রুতিতে বাংলাদেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে।
দেশের অধিকতর উন্নয়নে বেসরকারি খাতকে গুরুত্ব দেয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করেছে এবং এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য বিদেশী বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সম্প্রতি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকের শুরুতে তিনি তদানিন্তন যুগোশ্লাভিয়ার অবিভক্ত অংশ হিসেবে স্লোভেনিয়ার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত বলেন, দু’দেশের অর্থনৈতিক ও জনগণের মধ্যকার সম্পর্ক আরো বাড়াতে তিনি ইতোমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশ ও ভিয়েতনামের শিল্প-বাণিজ্য সংস্থা দু’টির মধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে।
রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ের উপর গুরুত্বারোপ করে ক্রীড়াখাতে সম্পর্ক আরো সম্প্রসারণে বাংলাদেশে দক্ষ ফুটবল কোচ পাঠানোর প্রস্তাব দেন।
তিনি বলেন, স্লোভেনিয়া বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং দেশ দু’টি আন্তর্জাতিক ফোরামে একত্রে কাজ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকে উপস্থিত ছিলেন।