452
Published on আগস্ট 2, 2015গ্রন্থটির জাপানী অনুবাদক জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন (এনএইচকে)-র বাংলা বিভাগের কাজুহিরো ওয়াতানাবে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তাঁকে এই গ্রন্থটির একটি কপি উপহার দেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান, জাপানের অভিজাত প্রকাশনা সংস্থা আশাহি সোতেন জাপানী ভাষায় অনূদিত এই গ্রন্থটি প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী বইটি গ্রহণ করে মূল বাংলা থেকে ৬শ’ পৃষ্ঠার এই বই জাপানী ভাষায় অনুবাদের জন্য ওয়াতানাবেকে ধন্যবাদ জানান এবং এই মহতী কর্মসম্পাদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জাপানী ভাষায় প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সে দেশের জনগণকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর ধ্যান-ধারণা ও সংগ্রাম সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
এ ছাড়াও শেখ হাসিনা স্বল্পতম সময়ের মধ্যে গ্রন্থটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় প্রকাশনা প্রতিষ্ঠান ‘আশাহি সোতেন’-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী জানান, ঐতিহাসিক ছয়-দফা দাবি ঘোষণার পর কারাগারে বঙ্গবন্ধুর লেখা দু’টি নোটবুক সম্প্রতি পাওয়া গেছে।
শেখ হাসিনা বলেন, তিনি তাঁর নিজের রচিত কিছু বইও ওয়াতানাবেকে উপহার দেবেন।
পরে ওয়াতানাবে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্যও গ্রন্থটির আরেকটি কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কাছে জাপানী ভাষায় অনূদিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেয়ার জন্য গত শুক্রবার কাজুহিরো ওয়াতানাবে ঢাকায় আসেন।
এনএইচকে-র বাংলা বিভাগে দীর্ঘদিন যাবৎ কর্মরত কাজুহিরো ওয়াতানাবে বর্তমানে রেডিও জাপানের বাংলা বিভাগের প্রধান অনুষ্ঠান পরিচালক।
বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে পরিচিত ওয়াতানাবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় জাপানে বাংলা ভাষার প্রসারে কাজ করে যাচ্ছেন।