দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

512

Published on জুলাই 12, 2015
  • Details Image

রোববার রাতে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে বিজয় লাভ করেছে।

এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এই অসামান্য সাফল্যের জন্য জাতীয় দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের অক্লান্ত প্রচেষ্টার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত