একদিনে ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

427

Published on জুলাই 6, 2015
  • Details Image

গত বুধবার এই উৎপাদন ছিল ৭ হাজার ৯২৩ মেগাওয়াট। পিডিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল হোসেন চৌধুরী জানান, এই মাইলফলক অর্জনে ৪ হাজার ৯৭৮ মেগাওয়াট এসেছে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং তেল চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে এসেছে ২ হাজার ৪০২ মেগাওয়াট।

তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৫ মেগাওয়াট, জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট এবং অবশিষ্ট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হয়েছে।

পিডিবি'র তথ্যমতে গত ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুন হয়েছে। ২০২১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াট করার লক্ষ্যে ২০১৩ সালে বাংলাদেশ রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি সম্পাদন করেছে। এছাড়াও, দুটি ভারতীয় কোম্পানি

পিডিবির সাথে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সীমা ৫০০ থেকে ১ হাজার মেগাওয়াটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত