বাজেট-উত্তর ইফতারে প্রধানমন্ত্রীর যোগদান

479

Published on জুন 30, 2015
  • Details Image

সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছলে অর্থমন্ত্রী তাঁকে স্বাগত জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে সাথে নিয়ে ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গণভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার শান্তিও কামনা করা হয়।

ইফতারে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাশাপাশি এটর্নী জেনারেল, শিক্ষাবিদ, সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও ইফতারে যোগ দেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত