কর্নফুলীর তলদেশে টানেল নির্মাণে চীনের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

423

Published on জুন 30, 2015
  • Details Image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান চায়না কমিউনিক্যাশনস্ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) মধ্যে আজ এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চীনের পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ টানেল নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং চীনের পরিবহন মন্ত্রী ইয়াং চুয়ানতাগ উপস্থিত ছিলেন।

এ সময় বেইজিং সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপু মনি এমপি উপস্থিত ছিলেন।

চুক্তিপত্রে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সিসিসিসি’র চেয়ারম্যান লিউ কুইতাও নিজনিজ পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের আগে দু’দেশের প্রতিনিধিদলের মাঝে দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় দু’দেশের মন্ত্রীদ্বয় নিজনিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

দ্বি-পাক্ষিক আলোচনায় মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে সড়ক, সেতু, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগ এবং অর্থায়নের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলী টানেল চট্টগ্রাম অঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে চট্টগ্রামসহ দেশের অর্থনীতির চালচিত্র।

এ সময় বেইজিংয়ে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচলক রুহুল আমিন সিদ্দিক, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদসহ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত