417
Published on জুন 13, 2015প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।
লন্ডনের হিলটন অন পার্ক লেইন হোটেলে রোববার বিকাল ৩টায় এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তিন বাংলাদেশি কন্যা টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হকও উপস্থিত থাকবেন।
এদিকে শনিবার বিকালে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুদ্দীন খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ পার্ক লেইনের হিলটন হোটেলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া প্রবাসী আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের জন্য তাকে অভিনন্দন জানান।
আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পড়বেন আব্দুল গাফফার চৌধুরী। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরাও এই সংবর্ধনায় যোগ দেবেন।
ছয়দিনের এই সফরে প্রধানমন্ত্রী হিলটন হোটেলেই থাকছেন। এর আগে শুক্রবার বিকালে যুক্তরাজ্যে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তার ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম লন্ডন সফর।
বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরাও এই সফরে শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে লন্ডনে আসেন।
ছবিঃ ফোকাস বাংলা নিউজ