ছয়-দফা দিবসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

432

Published on জুন 7, 2015
  • Details Image

এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং পরে তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আইন সম্পাদক এডভোকেট আব্দুল মতিন খসরু, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান এমপি, মো. আকতারুজ্জামান এ কে এম এনামুল হক শামীম ও সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম’র নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিলে নেতৃত্বে আওয়ামী মহিলা যুবলীগ, আওয়ামী স্বেচ্চাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্ব আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ এবং কৃষক লীগ এবং আওয়ামী মহিলা লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদনকালে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’ ‘স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেয়া হয়। পরে দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ভবন ও এর আশেপাশের এলাকায় মিছিল করে এবং স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত