তিনটি প্রকল্পের উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী

362

Published on জুন 6, 2015
  • Details Image

তারা আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ বিবৃতি দেয়ার আগে এই সাতটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

দুই নেতার যৌথভাবে উদ্বোধন করা তিনটি প্রকল্প হচ্ছে শিলাইদহ রবীন্দ্র কঠিবাড়ি সম্প্রসারণ উন্নয়ন কর্মসূচি, বিএসটিআই গবেষণাগার উন্নতকরণ এবং তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হচ্ছে খুলনা-মংলা রেল লাইন, ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নির্মাণ, কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের পুনর্বাসন এবং বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণ।

পরে, দুই প্রধানমন্ত্রী পাঁচটি স্মারক বিনিময় করেন।

প্রথমে ভারতের প্রধানমন্ত্রী মংলা বন্দর ট্রাস্টের জন্য একটি ড্রেজারের প্রতিকৃতি, ২৪ অটোমেটিক ওয়েদার স্টেশনস (এডাব্লিউএস)-এর একটি মডেল এবং আইএনএস বিক্রান্ত-এর স্মারক শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় বিশেষ অর্থনৈতিক জোনের একটি মানচিত্র এবং রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের একটি মডেল নরেন্দ্র মোদির কাছে হস্তান্তর করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত