356
Published on মে 17, 2015লিথুয়ানির অনাবাসিক রাষ্ট্রদূত লায়ামোনাস তালাত-কেলপসা রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দু’দেশের জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, উভয় দেশ এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে।
বৈঠকের শুরুতে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত শেখ হাসিনাকে তার দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
লায়ামোনাস তালাত-কেলপসা জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, শান্তি মিশনে বাংলাদেশ বিশ্বে একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। সেখানে সকল মাতৃভাষা সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্য মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।