441
Published on মে 8, 2015শেখ রেহানার কন্যা টিউলিপ হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।
তিনি ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস ২২ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।
বিবিসি’র নির্বাচনী ফলাফলে এ কথা জানা যায়।
এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত অন্য দু’জন প্রার্থী রুশনারা আলী ও রুপা হক নির্বাচনে জয়লাভ করেন। রুশনারা আলী প্রথম বাংলাদেশী ব্রিটিশ আইনপ্রণেতা হিসেবে এমপি পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন ও বো আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ২৪ হাজার ৩১৭ ভোট পেয়েছেন।
লেবার পার্টির প্রার্থী ড. রুপা হক ২২ হাজার ২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যানজি ব্রে ২১ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।