407
Published on এপ্রিল 19, 2015আজ রাতে এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী এই সাফল্যের জন্য জাতীয় দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশে ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টার কারণে বাংলাদেশের ক্রিকেট এখন আন্তর্জাতিক পর্যায় মর্যাদার আসনে অধিষ্ঠিত।
সিরিজের আগামি ম্যাচগুলোতেও জাতীয় দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দল পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে।
এর আগে প্রধানমন্ত্রী স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্স থেকে এ ম্যাচ উপভোগ করেন।
তিনি শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপিকে নিয়ে বাংলাদেশের ইনিংস প্রত্যক্ষ করেন।
ঐতিহাসিক ওডিআই সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যখন বিজয়ের পথে এগিয়ে যাচ্ছিলো তখন টাইগারদের উৎসাহ দিতে ক্রীড়া অনুরাগী শেখ হাসিনা স্টেডিয়ামে আসেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বাসসকে জানান, প্রধানমন্ত্রী রাত ৮টার দিকে খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশ করেন।
স্টেডিয়ামের বিশাল টেলিভিশন স্ক্রীনে প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে দর্শকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
ছবিঃ ফোকাস বাংলা