সরকার আরও দশ হাজার নার্স নিয়োগ দেবেঃ প্রধানমন্ত্রী

444

Published on এপ্রিল 8, 2015
  • Details Image

তিনি বলেন, দেশে ডাক্তার ও নার্স স্বল্পতা রয়েছে। তা দূরীকরণে দেশে আরো ডাক্তার ও নার্স নিয়োগ প্রয়োজন। তাই সরকার আরো ১০ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা এ জন্য পদ সৃষ্টি করছি।

প্রধানমন্ত্রী আজ গাজীপুরের কাশিমপুরে তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন।

শেখ ফজিলাতুন নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের কম্পাউন্ডে এই ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। ২০১৩ সালে ২১৫ কোটি টাকা ব্যয়ে ৬ একর জমির উপর এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পাবলিক-প্রাইভেট-পার্টানশীপ (পিপিপি) পদ্ধতিতে এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, একটি মহৎ পেশা হিসেবে তাঁর সরকার নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখনও আমরা বিপুলসংখ্যক নার্স নিয়োগ দেই।

প্রধানমন্ত্রী নার্সিংয়ের উপর বিশেষ উচ্চ শিক্ষা গ্রহণ এবং দুস্থ মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি নার্সিং পেশাকে গভীরভাবে শ্রদ্ধা করি।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত