'উইমেন ইন পার্লামেন্ট গ্লোবাল অ্যাওয়ার্ড' গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

1330

Published on মার্চ 30, 2015
  • Details Image

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাজনীতিতে লিঙ্গ বৈষম্য হ্রাসে অনবদ্য ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সম্মানজনক এ পুরস্কার লাভ করে।

গত ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ডব্লিউআইপি’র সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এ পুরস্কার গ্রহণ করেন।

সুইজারল্যান্ডভিত্তিক ডব্লিউআইপি’র প্রতিষ্ঠাতা সিলভানা কোচ-মেহরিন পুরস্কার গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে দেশে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী সম্মেলনে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত