প্রধানমন্ত্রী বাংলাদেশে স্পেনের আরো বিনিয়োগ কামনা করেছেন

382

Published on মার্চ 29, 2015
  • Details Image

স্পেনের সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ওয়াইভানেজ রুবিও আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ অনুরোধ জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করে বলেন, শেখ হাসিনা এবং ইগনাসিও ওয়াইভানেজ রুবিও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সফর করার জন্য প্রধানমন্ত্রী ইগনাসিও ওয়াইভানেজ রুবিও’কে ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তাঁর সরকার বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। স্পেনের উদ্যোক্তারা ব্যাপক আকারে বিনিয়োগের মাধ্যমে এ সুযোগ গ্রহণ করতে পারেন।

প্রধানমন্ত্রী তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধের মতো বিশ্বমানের পণ্য আমদানির জন্য স্পেন সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন।

ইগনাসিও ওয়াইভানেজ রুবিও বাংলাদেশের জ্বালানি, সড়ক পরিবহন ও রেলওয়ে খাতে কাজ করার ব্যাপারে স্পেন সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন।

তিনি সৌদি আরবে স্পেনের একটি কোম্পানি কর্তৃক মক্কা-মদিনা রেললাইন নির্মাণের মতো বাংলাদেশেও রেলপথ নির্মাণ করা যেতে পারে বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, স্পেনের বেশকিছু কোম্পানি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন খাতে কর্মরত রয়েছে।

স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অসামান্য সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুই তেজাদা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

ছবিঃ ইয়াসিন কবির জয়

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত