বঙ্গবন্ধু মানুষকে ভালোবেসে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন : মোহাম্মদ নাসিম

575

Published on মার্চ 29, 2015
  • Details Image

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘ধর্মের নামে, গোত্রের নামে জাতি বিভিন্নভাবে বিভক্ত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে ভালোবাসার মাধ্যমে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে মুক্ত করেছিলেন।’
তিনি আজ সন্ধ্যায় নগরীরর গোপীবাগস্থ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক রমজুল হক, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায় ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ সরকার।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করার মাধ্যমে কখনো দেশের মানুষের মন জয় করতে পারবে না। কেননা মানুষকে ভালোবেসে তাদের মন জয় করতে হয়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে অশুভ এবং অসম শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। তিনি ও দেশের মানুষকে ভালোবেসে তার যাবতীয় কর্মকান্ড পরিচালনা করছেন।
নাসিম আরো বলেন, ‘আমরা রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করছি এবং আপনারা শিক্ষাসহ নানা জনহিতকর কাজের মাধ্যমে মানুষের সেবা করছেন। তাই মিশনের লক্ষ্য ও উদ্দেশের সাথে আমাদের লক্ষ্য ও উদ্দেশের কোন পার্থক্য নেই।’
নাসিম গতকাল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পদদলিত হয়ে নিহত পূণ্যার্থীদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় অন্যতম। ১৯১৪ সালের ৮ নভেম্বর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত