বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

514

Published on মার্চ 17, 2015
  • Details Image

শ্রদ্ধা নিবেদন শেষে তিনই বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্য শহীদদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন ।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. এনামুল বারী, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, প্রেসিডেন্টের প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে আবার পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাতটায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া আগমন করেন

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত