ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

476

Published on মার্চ 3, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের ২২তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এএইচএম মোস্তাফা কামাল ব্রিফকালে সাংবাদিকদের বলেন, একনেকে মোট ৩ হাজার ৫শ’ ১১ কোটি টাকায় ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের ১ হাজার ৫৩ কোটি টাকা সরকারি কোষাগার এবং ২ হাজার ৪১ কোটি টাকা প্রকল্প সহায়তা এবং অবশিষ্ট ৪শ’ ১৭ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে। এরমধ্যে ৫টি নতুন ও দু’টি সংশোধিত প্রকল্প।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ সময় উপস্থিত ছিলেন।

ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ বিভাগের আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ২ হাজার ৫১৯ কোটি টাকায় নরসিংদীর ঘোড়াশালে এ প্রকল্পের কাজ ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে আরো ২৪৬ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এছাড়া সভায় অনুমোদিত সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৫৩৭ কোটি টাকায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (ষষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় চার তলা ভিত্তির উপর ১৩৯টি এক তলা উপজেলা ভূমি অফিস এবং সাত বিভাগের ৬১ জেলায় ৫শ’ ইউনিয়ন ভূমি অফিস নির্মিত হবে।

সংশ্লিষ্ট জেলার গণপূর্ত দফতর ও ভূমি মন্ত্রণালয় ২০১৯ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে।

সভায় অনুমোদিত অপর প্রকল্পগুলো হচ্ছে, ১শ’ ২৩ কোটি টাকা ব্যয়ে শেরে বাংলানগরে বিনিয়োগ বোর্ডের প্রধান কার্যালয়ের জন্য ৩ বেজমেন্টের ১৪ তলা ভবন নির্মাণ (প্রথম সংশোধিত), ২শ’ ২৫ কোটি টাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের চট্টগ্রাম (অক্সিজেন সার্কেল)- হাটাহাজারী অংশের ডিভাইডারসহ প্রশস্তকরণ (প্রথম সংশোধিত), ২৮ কোটি টাকায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স প্রতিষ্ঠা, সায়েদাবাদ পানি শোধনাগার প্লান্টের পর্যায়-২’এ বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে ৩৫ কোটি টাকায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-ষ্টেশন নির্মাণ এবং ৪১ কোটি টাকায় তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান এবং বিকেএসপিতে ক্রীড়া সুযোগ-সুবিধার আধুনিকরণ।

মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত