453
Published on ফেব্রুয়ারি 28, 2015বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ বিশেষ ব্যবস্থা নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় প্রধান প্রধান ফসল উৎপাদন মৌসুমে বিদ্যুৎ সঞ্চালন সাবলীল রাখতে সর্বান্তকরণে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল এবং ২০০ মেগাওয়াট মডুলার পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক অজিত কুমার সরকার আজ বলেন, ২০০ মেগাওয়াট মডুলার প্ল্যান্টে ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন আংশিক শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন মার্চ মাসে শুরু হবে।
অন্যদিকে, মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সেচ মৌসুমে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গতবছর বোরো মৌসুমে সর্বোচ্চ চাহিদা ৭,৩৫৬ মেগাওয়াটের বিপরীতে সরকার ৬,৭৬৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। বাকি ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ লোড-শেডিং ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ করা হয়।
প্রসঙ্গত, দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১ হাজার ২৬৫ মেগাওয়াট। সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করা।